সুদূরে দৃষ্টি রেখে ছুটছেন পঞ্চাশোর্ধ একজন মানুষ। পেছনে থাকা রোগীটিকে নিয়ে যেতে হবে ৫০-৬০ কিলোমিটার দূরের হাসপাতালে। প্রত্যন্ত গ্রামের দুর্গম রাস্তায় জীবন বাঁচানোর স্বপ্ন বুকে নিয়ে ছুটছেন করিম। ছুটছে তার বাইক।
ভারতের পশ্চিমবঙ্গের ধলাবাড়ি গ্রামের বাসিন্দা তিনি। পুরো নাম করিমুল হক। ভালোবেসে মানুষজন ডাকে ‘অ্যাম্বুলেন্স দাদা’ নামে। গ্রামের মানুষকে নিজের বাইকে করে কোন টাকা পয়সা ছাড়াই হাসপাতালে নিয়ে যান তিনি। চিকিৎসার অভাবে যারা মারা যেত, করিমুল হকের সহায়তায় তারা ফিরে পান নতুন জীবন। আজ রোর বাংলা ইনসাইটসে আমরা কথা বলব অ্যাম্বুলেন্স দাদাকে নিয়ে।