Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

বাইশ গজে তামিমের সেরা দশ ইনিংস

২২ গজে বহু রোমাঞ্চকর সময়ের ফ্রেমে নিজের ব্যাটিংয়ের সৌন্দর্য্যে দীপ্যমান ওপেনার তামিম ইকবাল। আসুন চোখ বুলাই, আন্তর্জাতিক ক্রিকেটে এখন অব্দি (১১ মার্চ, ২০১৯) এই বাঁহাতি ব্যাটসম্যানের খেলা সেরা ১০ ইনিংসে।

article

ধীর পায়ে হেঁটে এসে চূঁড়ায় মুশফিক

অনেক বছর ধরেই ‘দেশসেরা’ ব্যাটসম্যান ডাকা হয় মুশফিকুর রহিমকে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের কোনো ফরম্যাটেই তামিম ইকবাল, সাকিব আল হাসানকে ছাপিয়ে যেতে পারছিলেন না এই মিডল-অর্ডার ব্যাটসম্যান।

article

ক্রিস গেইল: হাসপাতালে শুয়ে যিনি পেয়েছিলেন উপভোগের মন্ত্র

হাসপাতালের বেডে শুয়েই জীবনকে নতুন করে সাজানোর সিদ্ধান্ত নিয়েছিলেন গেইল, যেখানে জীবনকে উপভোগই ছিল মূলমন্ত্র। ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় ‘বিনোদনের ফেরিওয়ালা’ তকমা এখন প্রমাণ করে, গেইল সত্যিই সময়টা উপভোগ করছেন। 

article

‘আকবর দ্য এমপেরর’: একটি বিশ্বজয়ের গল্প

অনেক অপ্রাপ্তি, হৃদয় এফোড়-ওফোড় করা গল্প পেরিয়ে এসেছে স্বপ্নের ট্রফি। নেলসন ম্যান্ডেলার দেশ দুহাত ভরে দিয়েছে বাংলাদেশকে। পূর্ণতার তৃপ্তি নিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরছে বাংলাদেশের যুব ক্রিকেট।

article

বিশ্বকাপই ক্যারিয়ারের সর্বোচ্চ অর্জন: লিয়াম প্লাঙ্কেট

এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৫ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের জুলাই পর্যন্ত ইনিংসের মাঝের ওভারগুলোতে সর্বোচ্চ উইকেটশিকারী বোলার প্লাঙ্কেট।

article

ফিরে দেখা: বঙ্গবন্ধু বিপিএল, রাজশাহীর শিরোপা এবং দেশীয়দের দাপট

‘বঙ্গবন্ধু বিপিএল’ নামকরনের এই আসরে ছয়টি দলের জন্য স্পন্সর পেয়েছিল বিসিবি। কুমিল্লা ওয়ারিয়র্সই শুধু বিসিবির প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে পরিচালিত হয়েছিল। ৪৬ ম্যাচে ব্যাটে-বলের লড়াই পেরিয়ে বিপিএলের শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছে রাজশাহী রয়্যালস।

article

‘নিরাপত্তা নয়, খেলা নিয়েই ভাবছি’: যাওয়ার আগে মাহমুদউল্লাহ

এই সফরে সবচেয়ে আলোচিত বিষয় ছিল স্বাগতিক পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা। দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। আতশী কাচের নিচে থাকা দেশটির নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছে ক্রিকেট খেলুড়ে দেশগুলো। বাংলাদেশের এই সফরটা তাই পাকিস্তানের জন্য পরীক্ষাই বটে।

article

‘টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং টেস্ট ক্রিকেটে উত্তরণই বড় চ্যালেঞ্জ’ – রাসেল ডমিঙ্গো

গত বছরের ১৭ আগস্ট বাংলাদেশ দলের দায়িত্ব নেন এই প্রোটিয়া কোচ। তার অধীনে ২০১৯ সালে তিনটি টেস্ট খেলেছে বাংলাদেশ। যার মধ্যে দু’টি টেস্ট ভারতের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে। টাইগারদের কোচ হিসেবে নিজের অভিষেকেই আফগানিস্তানের কাছে হারের তিক্ততা হজম করতে হয়েছে ডমিঙ্গোকে।

article

মনের গরল উগরে মাশরাফি বললেন, ‘আমি খেলতে চাই’

তখন তার অবসর নিয়ে উচ্চকিত ছিল ক্রিকেটাঙ্গনসহ গোটা দেশ। কিন্তু তার অদ্ভুত নীরবতা এবং আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ওয়ানডে ম্যাচহীন সময়টা যেন অবসর সংক্রান্ত আলোচনাকে স্তব্ধ করে দিয়েছিল।

article

রানা-হাসান-মুগ্ধ: ওই নতুনের কেতন উড়ে

তরুণ পেসারত্রয়ীকে নিয়ে এখন সর্বত্রই আলোচনা। দেশের ক্রিকেটাঙ্গনে নতুন আশার সঞ্চার হয়েছে তাদের মাধ্যমে। প্রতিভা, সম্ভাবনার মেলবন্ধনে তারা প্রশংসিত হচ্ছেন। ভবিষ্যতে দেশের সম্পদ হওয়ার সব রসদই আছে তাদের মাঝে। বিসিবির বয়সভিত্তিক কাঠামো পেরিয়ে উঠে আসা এসব তরুণের প্রয়োজন সঠিক পরিচর্যা। সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্য দিয়ে গড়ে তুলতে হবে রানা-হাসানদের।

article

End of Articles

No More Articles to Load