এরিক ওয়েহেনমায়ার: এক নির্ভীক দৃষ্টি প্রতিবন্ধীর শৃঙ্গ জয়ের গল্প
যদি আপনাকে প্রশ্ন করা হয় দৃষ্টিহীন হয়ে এভারেস্ট জয় সম্ভব কী না তাহলে আপনার উত্তর কী হবে? ভ্রু-জোড়া সংকুচিত হয়ে কপোলে ঈষৎ ভাঁজের সৃষ্টি হলে এখন তা সবিস্ময়ে উন্মিলিত হবে এরিক ওয়েহেনমায়ারের এই গল্পে। গল্পে যাওয়া যাক তাহলে।