রুশ সাহিত্য সম্রাট লিও টলস্টয়ের জীবনের উত্থান পতন ও জীবনশিক্ষা
লিও টলস্টয় রুশ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক; এমনকি তাকে বিশ্ব সাহিত্যেরও অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে বিবেচনা করা হয়। বস্তুত মানুষের চিরায়ত কামনা, শান্তির অন্বেষা-ই টলস্টয়ের সাহিত্যকে অমরত্ব দান করেছে। জীবনের নানা উত্থান পতনের মাধ্যমে তিনি শিখেছিলেন অনেক কিছু। সাহিত্যিক টলস্টয় মানব সমাজে বেঁচে আছেন আজও এবং থাকবেন চিরকাল তার অমর সাহিত্য-কর্মের মাধ্যমে।