‘ব্ল্যাকফায়ার’ ছিল এয়গন দ্যা কনকোয়ারারের তলোয়ার, যে তলোয়ার হাতে তিনি ওয়েস্টরসের সাত রাজ্য জয় করেন। টারগেরিয়্যান হাউজের প্রথা অনুযায়ী আয়রন থ্রোনের উত্তরাধিকারকেই এই তলোয়ার সম্প্রদান করা হয়। তলোয়ার পেয়ে ডেইমন নিজের শেষ নাম ওয়াটার্স থেকে ‘ব্ল্যাকফায়ার’-এ বদলে দেয়। ডেইমন ওয়াটার্স পরিণত হয় ডেইমন ব্ল্যাকফায়ারে! এখান থেকেই এয়গনের কোর্ট দুই দলে ভাগ হওয়া শুরু করে- একদল প্রিন্স ডেইরনের সমর্থক, আরেকদল ডেইমনের