সাকিব-হৃদয়কেই তো বাংলাদেশ খুঁজছিল!
লড়াইয়ের চেতনা নিয়ে খেলেও তো হারতেই হচ্ছে বেশিরভাগ দিন। তার চেয়ে কিছুটা সাহসী হয়ে জেতার চেষ্টা করে দেখলে কী ক্ষতি হয় এমন? প্রশ্নটার মুখে নিজেদের ফেলে দেখেছিল ইংল্যান্ড। উত্তর কেমন করে পাওয়া গিয়েছিল, সেটাও আপনার জানাই।