জিউস ও ক্রনাসের যুদ্ধ: মনুষ্যজাতির ও প্রথম নারীর সৃষ্টি
বহু সময় পূর্বে মানুষের চিন্তা, উপলব্ধি কেমন ছিল তা জানা যায় মিথলজির মাধ্যমে। মিথলজি (Mythology) এর বাংলা অর্থ ‘পুরাণশাস্ত্র’। বিশেষ কোনো ধর্মীয় বা সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কিত পৌরাণিক কাহিনীর সমষ্টিকেই পুরাণশাস্ত্র বা মিথলজি বলা হয়। মিথলজি নিয়ে কথা বলতে গেলেই আমাদের মাথায় রোমান এবং গ্রিক মিথলজির ভাবনার আবাস ঘটে। তবে তন্মধ্যে গ্রিক মিথলজি পুরো পৃথিবীব্যাপী সর্বাধিক পরিচিত, আলোচিত এবং পঠিত।