মানুষ কি পারবে কোভিড-পরবর্তী মহামারি রুখতে?
কোভিড-১৯ পরবর্তী সময়ে আরেকটি মহামারি যে পৃথিবীতে আঘাত হানবে না, সে কথা বলা যায় না। তবে সম্প্রতি টেডএক্স-এর এক বক্তৃতায় মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বলেন, “আমাদের সঠিক পদক্ষেপই কোভিড-১৯ কে পৃথিবীর সর্বশেষ মহামারি বানাতে পারে।” এক্ষেত্রে কিছু পরামর্শও দিয়েছেন তিনি। ‘উই ক্যান মেইক কোভিড-১৯ দ্যা লাস্ট প্যানডেমিক’ শীর্ষক সেই বক্তৃতার পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ তুলে ধরা হচ্ছে রোর বাংলার পাঠকদের জন্য।