সিকিম: পাহাড়ে, বরফে অনন্য এক রাজ্য
পূর্ব ভারতের সর্ব উত্তরের রাজ্য সিকিম এবং তার রাজধানী গ্যাংটক। পাহাড়, বরফ, নদী- সব মিলিয়ে নয়নাভিরাম এক শহর। গ্যাংটক পাহাড়ের ধারে ধারে বাড়িঘর নিয়ে তৈরী। এখানে রয়েছে প্রচুর মনাস্ট্রি, পার্ক, রঙিন বাড়িঘর। নর্থ সিকিম বরফের রাজ্য। সব মিলিয়ে অনেক মনোমুগ্ধকর।