সমশেরনগরে একবেলা
এবার পালা সমশেরনগর রওনা দেবার। সিনএনজিতে জনপ্রতি ৫০টাকা করে ভাড়া। প্রথমে একে অপরের দিকে তাকালাম, পরে আলোচনা করে একটি সিএনজিতে বসে পড়লাম যেন পরবর্তীতে বাকবিতন্ডায় জড়াতে না হয়। ইঞ্জিন চালিত সিএনজি চালু হলো এবং সমশেরনগর এর পথ ধরে সামনে এগুতে থাকলো। চালক বলল, কি মামা প্রথম আইছেন নাকি? আমরা হ্যাঁ সম্মতি জানালাম।