মাটির ময়না: গোঁড়ামি ও কুসংস্কারাচ্ছন্নতা ভাঙার এক গল্প
স্বল্পায়ু নিয়ে পৃথিবীতে আসা চলচ্চিত্রকার তারেক মাসুদ তার নির্মিত প্রতিটি চলচ্চিত্রে তাই তুলে ধরেছেন সমাজে বিদ্যমান বিভিন্ন বিষয়কে যা একদিকে সংবেদনশীলতার নামে ছিল উপেক্ষিত, অন্যদিকে সমাজ কাঠামোর নিরাপদ ছায়াতলে ছিল বেশ শক্তিশালী। তেমনি একটি বিষয় ধর্মীয় কুসংস্কারকে উপজীব্য করে ২০০২ সালে তারেক মাসুদের নির্মিত চলচ্চিত্র ‘মাটির ময়না’।