এলিজাবেথ হোমস: এক ‘নকল স্টিভ জবসের’ উত্থান ও পতন
ছোটবেলা থেকেই এলিজাবেথ ছিলেন প্রচণ্ড উচ্চাভিলাসী, নয় বছর বয়সেই তার ইচ্ছা ছিল বিলিয়নার হবার। স্কুল জীবনেও তিনি ছোটখাটো স্টার্ট আপ দাঁড় করানোর চেষ্টা করেছিলেন। দারুণ প্রতিভাবান এলিজাবেথ সুযোগ পান স্ট্যানফোর্ডে বিশ্ববিদ্যালয়ে। প্রথম থেকেই চেষ্টা করছিলেন কোনো বড় প্রফেসরের সাথে গবেষণায় যুক্ত হবার জন্য, তবে সেসময় তার সুযোগ হয়নি।