স্যাপিয়েন্স; আ ব্রিফ হিস্ট্রি অব হিউম্যানকাইন্ড: আপনাকে নিয়ে লেখা হয়েছে যে বই
আপাতদৃষ্টিতে সামান্য কোনো ঘটনা বা পরিবর্তন যে কিভাবে ইতিহাসের গতিপথ ঘুরিয়ে দিতে পারে তার সম্মুখীন হতে হবে বারবার। আগুনের ব্যবহার, ভাষার মাধ্যমে যোগাযোগ, কল্পনা করতে পারার ক্ষমতা কিভাবে হোমো সেপিয়েন্সকে এগিয়ে দিলো তার চমকপ্রদ বর্ণনা পাওয়া যায় বইটিতে। রান্না করা খাবার, গল্প-গুজব করা আর কোনো প্রমানহীন অবাস্তব কিছুকে চিন্তা-ভাবনায় ধারণ করতে পারাও যে কতো বিশাল অবদান রেখেছে আমাদের বিকাশের জন্য তা জানতে পেরে চমকাতেই হয়।