কোভিড সংক্রমণে জীবতত্ত্বগত লিঙ্গের কোনো প্রভাব আছে কি?
তাকাহাসি নামের একজন গবেষক ব্যাখ্যা করে বলেন, যদি মেয়ে-ইঁদুরের শরীর থেকে গর্ভাশয়কে বাতিল করা হয় এবং এস্ট্রজেন হরমোন-প্রবাহ বন্ধ করে দেয়া হয়; তবে ছেলে-ইঁদুর এবং মেয়ে-ইঁদুরের মধ্যকার উক্ত বৈষম্য উধাও হয়ে যায়। এছাড়া ইঁদুরের উপর চালানো গবেষণায় দেখা গেছে, সার্স ভাইরাসে সংক্রমিত হবার পর যেখানে মেয়ে-ইঁদুরেরা প্রায় ৪০% পর্যন্ত টিকে থাকতে পারে সেখানে ছেলে-ইঁদুরগুলোর প্রায় সব মারা যায়।