ধোনি-রায়না জুটির ‘কেমিস্ট্রি’
ক্রিকেটকে ধর্ম হিসেবে মেনে আসা ভারতকে তিনটি বৈশ্বিক শিরোপা উপহার দেওয়া এক অধিনায়কের অবসরের ঘোষণা, তাও সামান্য এক ইনস্টাগ্রাম বার্তায়। সেখানেও স্ট্যাটাসের প্রতিটি শব্দে, গানের প্রতিটি লাইনে মাঠ এবং মাঠের বাইরের সদা বিচক্ষণ দার্শনিক মানুষটাকে দেখতে পাবেন আপনি। ধোনির পদচিহ্ন অনুসরণ করে শেষের গল্প লিখবেন বলে অবসরের ঘোষণা দিতে সময় নেন না ক্যারিয়ারজুড়ে ধোনির সবচেয়ে বিশ্বস্ত সৈনিক সুরেশ রায়নাও। মহেন্দ্র সিং ধোনির ভারতের অন্যতম রূপকার।