সত্যজিতের ‘নায়ক’: অন্তর্নিহিত ময়নাতদন্ত
সিনেমায় উত্তমকুমারকে মেকআপ করতে দেননি পরিচালক। তার কপালের মধ্যে চামড়ার ভাঁজ এর আগে কোনো ছবিতে দেখা যায়নি।
শিল্পের মধ্যে থিম আর ফর্মের যে বিরোধ, নৈতিক অবনমনের সাথে মতাদর্শের যে বিরোধ, তার সাথে সমাজের শ্রেণিগত বিরোধের কোনো ফারাক নেই। এই শ্রেণিবৈষম্যের দ্বন্দ্বকে পাথেয় করে, সত্যজিৎ যেভাবে ট্রেনের কামরার ক্লাস বিভাজন দিয়ে আক্ষরিক অর্থেই ‘ক্লাস বিভাজন’ বোঝালেন, তা গল্পকে সহজবোধ্য করার পাশাপাশি দর্শককেও এই ট্রেন ভ্রমণের এক অংশীদার করে তোলে।