মেরি টিউডর (১ম পর্ব): যেভাবে সিংহাসনে এলেন ব্লাডি মেরি
সেবার প্রথম ইংল্যান্ডের রাজসিংহাসনে কোনো নারী অভিষিক্ত হলো, সেবার প্রথম কোনো রানী হাতে নিলো ইংরেজদের সুবিশাল রাজ্যের ন্যায়দণ্ডের ভার। মেরি টিউডর ছিলেন সেই ঐতিহাসিক ব্যক্তিত্ব, যাকে ইতিহাস মনে রাখলো ‘ব্লাডি মেরি’ হিসেবে। আসুন জেনে নিই ব্লাডি মেরির জীবনের প্রথম অধ্যায় ও তার সিংহাসনে আসার গল্প।