কেন আধুনিক রাষ্ট্রব্যবস্থায় সদা সর্বদা ‘জরুরি অবস্থাই’ নিয়ম হয়ে দাঁড়িয়েছে?
তাই ভবিষ্যতে বিশ্বের মানবসম্প্রদায় নগ্ন জীবনধারী হয়ে একটা বৈষম্যমূলক-একচেটিয়া-নিপীড়নমূলক-আরোপিত রাজনৈতিক-অর্থনৈতিক-সাংস্কৃতিক ক্ষমতাসম্পন্ন রাষ্ট্রে বেঁচে থাকতে চায় কি না, তা হবে একটি সঙ্গত ও সময়পযোগী রাজনৈতিক ও দার্শনিক প্রশ্ন।