কেন অলিম্পিক আয়োজনে আগ্রহ হারাচ্ছে সব দেশ?
গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক গেমস গোটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিড়ার আসর। কিন্তু অলিম্পিক আয়োজনের ব্যয় আকাশ ছুইছে যেখানে এই আসর আয়োজনে দৃশ্যত কোন অর্থনৈতিক সুবিধা নেই। তাই অল্প কিছু দেশ বাদে এই বৈশ্বিক আয়োজনে আগ্রহ নেই কারো।