আমার দেখা প্রাগ: ঐতিহ্য, রুচিশীলতা ও আধুনিকতার বর্ণিল মিশেল যে শহর
ছবির মত সুন্দর একটা শহর। শহরের বুক চিরে বয়ে গেছে ভলটাভা নদী। বেশ প্রশ্বস্ত ও খরস্রোতা। জলের ওপর কোনো খড়কুটো নেই। দেখে মনে হয়, নদীর যত্ন নেয়া হয় ভালোভাবেই। ভলটাভার ওপর দেড়শ’ বছরের পুরনো সেতু। নাম চার্লস ব্রিজ। সেই ব্রিজকে নিয়েই সাজানো প্রাগের এই গল্প।