‘কয়েকটি বিহ্বল গল্প’ এবং কিছু বিহ্বল অনুভূতি
কাঁঠাল পাতা মাটির ঢেলাকে বলেছিল, বৃষ্টি এলে আমি তোমাকে ঢেকে রাখব। মাটির ঢেলা বলেছিল, ঝড় এলে আমি তোমাকে আটকে রাখব। কিন্তু একদিন বৃষ্টি এল, সাথে করে ঝড়কেও ডেকে নিয়ে এল। শেষ হলো কাঁঠাল পাতা আর মাটির ঢেলার বন্ধুত্ব। তারা মিলিয়ে গেল অজানায়। শেষ হয়ে গেল তাদের বন্ধুত্ব।