করোনা মহামারি: কতটা প্রস্তুত বাংলাদেশের অর্থনীতি?
কিন্তু ২০১৯-২০ অর্থবছরের একই সময়ে মোট রপ্তানি আয় ছিল ১৫৭৭ কোটি ডলার,যা গেল বছরের চাইতে ৫ শতাংশ কম। দেশের রপ্তানি বাজারে ক্রমেই ভারত আর ভিয়েতনাম ভাগ বসাচ্ছে এমনটাই বলেছিলেন বিজে এমইএর চেয়ারম্যান রুবানা হক ।বিশেষজ্ঞরা এটি ঠেকাতে অনেক আগে থেকেই ডলারের বিপরীতে টাকার মান কমাতে পরামর্শ দিচ্ছিলো। এমন অবস্থায় করোনা ভাইরাস বিপদের মাত্রা বাড়িয়ে দিচ্ছে।