গণিতসম্রাট যাদব চন্দ্র চক্রবর্তী ও তার ‘পাটিগণিত’
একটা সময় ছিল যখন সিরাজগঞ্জের অনেক স্কুল পড়ুয়া ছাত্র গণিত পরীক্ষার আগে তার বাড়ির মাটিকে সম্মান করে পরীক্ষা দিতে যেত। এমনকি ব্রিটিশরাও তাকে ভক্তিভরে সম্মান করতো। যার ফলশ্রুতিতে ব্রিটিশ সরকার তাকে ‘গণিত-সম্রাট’ উপাধি দেয়।