বান্দরবান ডায়রি: দামতুয়া কথন
ম্রো ভাষায় ‘দামতুয়া’ শব্দের অর্থ- যেখানে মাছ যেতে পারে না। ঝর্ণাটির আরো একটি সুন্দর নাম আছে– ‘তুক অ’; এর মানে, ব্যাঙ ঝর্ণা। মাছ যেতে না পারলেও মানুষের তো আর যেতে বাধা নেই, তাই ভারি ব্যাগপত্র, তাঁবু ইত্যাদি স্থানীয় সমিতি ঘরে রেখে আমরাও বের হলাম ‘রিংলট’ দাদাকে সঙ্গে নিয়ে।