ওয়াইল্ড টেলস (২০১৪): আর্জেন্টিনায় নির্মিত দুর্দান্ত এক অ্যান্থোলজি
ব্ল্যাক কমেডি ধাঁচের ‘ওয়াইল্ড টেলস’ নামক অ্যান্থোলজি ফিল্মটি নির্মাণ করেন আর্জেন্টিনার বিখ্যাত টিভি সিরিজ নির্মাতা দামিয়ান জিফ্রন। ছয়টি গল্প নিয়ে তৈরি এই অ্যান্থোলজির সবগুলো গল্প পরিচালকের নিজের লেখা। প্রতিটি গল্পের পরিপ্রেক্ষিত আলাদা হলেও তার একটি কমন থিম আছে- প্রতিশোধ আর সহিংসতা।