উর্বশী ফুলের সৌন্দর্য: এ যেন মর্তের অপ্সরী
উর্বশী, নামটি শুনে হিন্দু পুরাণে উল্লেখিত সুন্দরীশ্রেষ্ঠা, অনন্তযৌবনা কোনো অপ্সরীর কথা মাথায় আসে। তবে পুরাণের স্বর্গের অপ্সরী নয়, আলোচনা করব স্বর্গের অপ্সরীদের মতোই সুন্দর, মোহনীয় ও দুর্লভ একটি উদ্ভিদ প্রজাতিকে নিয়ে। এর বাংলা নাম উর্বশী যার অর্থ সুন্দরীশ্রেষ্ঠা।