কেমন হতে পারে বিলবাও ক্লাবে আর্নেস্তো ভালভার্দের তৃতীয় অধ্যায়?
ক্লাবটির প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ইউরিয়ার্টে আগেই জানিয়েছিলেন তিনি নির্বাচনে জয়লাভ করলে ভালভার্দেকে কোচ হিসেবে ফিরিয়ে আনবেন। অন্যদিকে, তার প্রতিপক্ষ ইনাকি আরেচাবালাটা জানিয়েছিলেন তিনি জয়লাভ করলে কোচ হিসেবে ফিরিয়ে আনবেন কোচদের গুরু মার্সেলো বিয়েলসাকে। শেষপর্যন্ত, নির্বাচনে জয়লাভ করেন জন ইউরিয়ার্টে এবং তার কথামতো ভালভার্দেকে বিলবাওয়ের নতুন কোচ হিসেবে ঘোষণা করেন।