অধিবর্ষ কীভাবে এলো: ক্যালেন্ডারের আদ্যোপান্ত
আর বাস্তবে পৃথিবীর কোনো ক্যালেন্ডারই নিখুঁত নয়। গ্রেগরিয়ান ক্যালেন্ডারেও প্রতি বছর ২৭ সেকেন্ড বাদ যাচ্ছে যা ৩২৩৬ বছরে এক দিনের সমান হয়! পরে রিভাইজ্ড গ্রেগরিয়ান ক্যালেন্ডার নামে আরো নিখুঁত ক্যালেন্ডার প্রবর্তনের তাগিদ নেওয়া হলেও তাতেও ২ সেকেন্ডের ত্রুটি! ২ সেকেন্ডের ত্রুটিও কম ত্রুটি নয়।