বাঙালি সাহিত্য ও সংস্কৃতির শেকড়কে তুলে ধরতে এম.আই.এস.টি. তে অনুষ্ঠিত হতে চলেছে ‘অঙ্কুর ২০১৯’
আগামী ২১ শে সেপ্টেম্বর, শনিবার সারাদিনব্যাপী অনুষ্ঠানটিতে বাঙালি সাহিত্য ও সংস্কৃতির এক নিদর্শন দেখা যাবে এম আই এস টি প্রাঙ্গণে, যেখানে সারা দেশের চলচ্চিত্র এবং চিত্রকর্মের যশস্বী ব্যাক্তিবর্গ উপস্থিত থাকবেন। ‘অঙ্কুর ২০১৯’ প্রতিযোগিতাটিতে সব সেগমেন্টে সর্বমোট প্রাইজমানি থাকবে ২ লক্ষ টাকা।