ওভাল কাণ্ড: নাছোড়বান্দা হেয়ার ও কিংকর্তব্যবিমুঢ় পাকিস্তান
দিনটা ছিল ২০০৬ সালের ২০ আগস্ট। সেদিন, টেস্ট ক্রিকেটের ১২৯ বছরের ইতিহাসে প্রথমবারের মত কোনো দল কোনো টেস্ট ম্যাচের ‘অধিকার হারায়’। দলটার নাম পাকিস্তান। ইংল্যান্ডের কাছে তারা টেস্ট ম্যাচটা খোয়ায় আম্পায়ার ড্যারেল হেয়ার বল টেম্পারিংয়ের অভিযোগ তোলায়।