ভালোবাসার পাঁচ অভিব্যক্তি: চিরঞ্জীব সম্পর্কের মূল সূত্র
ডক্টর গ্যারি চ্যাপম্যান এর মতে, প্রতিটি মানুষের কাছে একটি কাল্পনিক ভালবাসার পাত্র বা love tank থাকে। সঙ্গীর কাছ থেকে প্রতিনিয়ত ভালবাসা অনুভব করলে সেই পাত্র ক্রমান্বয়ে পূর্ণ হতে থাকে, দু’জনে সদ্ভাব বজায় থাকে।