অবাস্তব সংখ্যার জন্মের ইতিহাস
মধ্যযুগের গণিতবিদরা ঋণাত্মক সংখ্যার বর্গমূল নির্ণয়কে অসম্ভব, কাল্পনিক বা মিথ্যা ধরে নেন। তবে আনুমানিক তৃতীয় শতাব্দীতে আলেকজান্দ্রিয়ার ডায়োফেন্টাস এবং ৮৫০ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে ভারতবর্ষের মহাবীর আচার্য ঋণাত্মক সংখ্যার বর্গমূলের তাত্ত্বিক সম্ভাবনার ধারণা পোষণ করেন।