বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ: চীনের জালে আটকা পড়ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ বন্দরগুলো?
বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ বা সংক্ষেপে BRI হলো চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং এর স্বপ্নপ্রসূত এক মেগা প্রকল্প। একে একবিংশ শতাব্দীর সিল্ক রোড বলেও আখ্যা দিচ্ছেন অনেকে। প্রাচীনকালে পূর্ব এবং দক্ষিণ-পুর্ব এশিয়ার সাথে দক্ষিণ ইউরোপ আর পূর্ব আফ্রিকার সংযোগকারী স্থলপথ এবং সমুদ্রপথগুলোকে একত্রে বলা হতো সিল্ক রোড। আধুনিককালের এই প্রকল্পও গঠিত হয়েছে স্থলভাগের অনেকগুলো করিডোরের একটি ‘বেল্ট’ এবং অনেকগুলো সামুদ্রিক শিপিং লেনের একটি ‘রোড’ নিয়ে।