তৃতীয় বিশ্বের নারীদের জন্য মাসিক যেন ‘অভিশাপ’
নারীর সুস্বাস্থ্য ও মাতৃত্বের নিশ্চয়তার জন্য ঋতুস্রাব বা মাসিকের গুরুত্ব কতটা অপরিসীম, তা আমাদের সকলেরই কমবেশি জানা। তবে ব্যাপারটা এখনও কোথাও কোথাও ট্যাবু আকারে রয়ে গেছে। বিশেষত তৃতীয় বিশ্বের কিছু দেশ এখনও এই স্বাভাবিক ব্যাপারটি সহজভাবে নিতে পারেনি। এদের মাঝে আফ্রিকা, নেপাল, ভারতসহ কিছু দেশের কথা না বললেই নয়।