পৃথিবীর পাঁচটি স্বচ্ছ জলাধার
সিলফ্রা লেকের পানি এতটাই স্বচ্ছ যে প্রায় ১০০ মিটার উপর থেকেও পরিষ্কারভাবে লেকের তলদেশ দেখা যায়। নর্থ আমেরিকান ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটের মাঝে এর অবস্থান। এটি মূলত থিংভ্যালির ন্যাশনাল পার্কের আওতাধীন। দক্ষিণ আইসল্যান্ডের এই রেকটির পানি পৃথিবীর সবচাইতে স্বচ্ছ পানি হওয়ার কয়েকটি কারণ রয়েছে।