ডেটা সাংবাদিকতা কেন গুরুত্বপূর্ণ?
ডেটা সাংবাদিকতার টুলসগুলোকে কাজে লাগিয়ে সাংবাদিকরা বিভিন্ন দাবি করা তথ্যের সত্যতা যাচাই করতে পারে, বিভ্রান্তিকর তথ্যকে চ্যালেঞ্জ করতে পারে এবং ক্রমেই ছড়িয়ে পড়া মিসইনফরমেশন-ডিসইনফরমেশন-ফেক নিউজকে মোকাবেলা করতে পারে।