‘সাক্ষী ছিলো শিরস্ত্রাণ’: তাজউদ্দীন আহমেদের জীবনছবি
দেশ স্বাধীনের পর কী পরিস্থিতির মোকাবেলা করতে হয় এই সরকারকে। জনাব তাজউদ্দীন আহমদ হয়ে যান তখন অর্থমন্ত্রী। তিনি কীভাবে বৈদেশিক সাহায্যের খোঁজে দেশে দেশে ঘুরে বেড়ান সেই ঘটনা উঠে আসে। দ্বারে দ্বারে সাহায্য খুঁজতে গিয়ে কীভাবে উনার দারুণ ব্যক্তিত্বের পরিচয় দিয়ে নতুন দেশের ভেঙ্গে পড়া অর্থনীতিকে সচল করার চেষ্টা করেন সেই না জানা কাহিনী জানা হয় এখানে।