২৫ শে মার্চ কী হয়েছিল? পাকিস্তানী হানাদার বাহিনী পুরো বাংলাদেশে নির্মমতার স্টিম রোলার চালিয়েছিল, তা প্রকাশ্য দিবালোকের মতো স্পষ্ট থাকলেও অন্দরমহলে কী ঘটেছিল, এ নিয়ে অনেক অস্পষ্টতা বিদ্যমান পর্যাপ্ত বিশ্বাসযোগ্য তথ্য-উপাত্তের অভাবে। ২৫ শে মার্চ অপারেশন সার্চলাইট কেন হয়েছিল, কেনইবা তখন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তখনকার পরিস্থিতি পর্যালোচনা করলে সকল প্রশ্নের উত্তর পাবেন।