পূর্ব ভূমধ্যসাগরে গ্যাস: সম্ভাবনার দুয়ার নাকি সংঘাতের জ্বালানি?
মধ্যপ্রাচ্যের বিগত ১০০ বছরের তেলসম্পদভিত্তিক রাজনীতির সাথে এ শতাব্দীতে যুক্ত হয়েছে প্রাকৃতিক গ্যাস এবং পাইপলাইন-ভিত্তিক রাজনীতি। পূর্ব ভূমধ্যসাগরীয় এই গ্যাস একদিকে যেমন পুরনো শত্রুতাকে নতুন রূপ দিয়েছে, তেমনি মিত্র বেশে শত্রুর সাথে মৈত্রী স্থাপন করার মাধ্যম হিসেবেও আবির্ভূত হয়েছে।