বোয়িং ৭৩৭ ম্যাক্স দুর্ঘটনা ও এরোস্পেস ইন্ডাস্ট্রিতে অশুভ কর্পোরেট প্রতিযোগিতা
বোয়িংয়ের ক্ষেত্রে বিধি বাম। বোয়িং ৭৩৭ বিমানের পাখাগুলো মাটি থেকে তুলনামূলক কম উচুতে। সুতরাং গ্রাউন্ড ক্লিয়ারেন্স একেবারেই কম। তার উপর যদি আবার নতুন আরো বড় টার্বোফ্যান ইঞ্জিন বসাতে যায়, সেক্ষেত্রে গ্রাউন্ড ক্লিয়ারেস একেবারেই কমে যাবে। যা খুবই বিপজ্জনক। কিন্তু বোয়িং মাথা নোয়াবে না।