পুরো প্রেক্ষাপট জুড়ে আছে আফগানিস্তানের কাবুল। বর্তমান সময়ে আফগানিস্তান নামক দেশটির কথা শুনলেই যুদ্ধবিধ্বস্ত এক দেশের ছবি চোখের সামনে ভেসে ওঠে। যদিও কাহিনীর শুরু সত্তরের দশকের আফগানিস্তানের রাজধানী কাবুলে; যেখানে যুদ্ধ-পূর্ববর্তী, বসবাসযোগ্য, শান্তিপূর্ণ, নিরাপদ ও স্বাধীন এক আফগানিস্তানের চিত্র অঙ্কিত হয়েছে, যা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী দুর্লভ।