জিমি হ্যাস্টি: আইরিশ ফুটবলের একহাতি কিংবদন্তি
জিমি হ্যাস্টি হয়তো মারা গিয়েছেন। এতগুলো বছর পরও তার নাম ডান্ডকে এখনো ভেসে বেড়ায়। এক হাতের এই খেলোয়াড়ের গল্প এমনভাবে লোকের মুখে মুখে ছড়িয়ে পড়েছে, যেন কোনো লোকগাথা। পড়বে না-ই বা কেন! আইরিশ ফুটবলে যখন ফ্লাডলাইট আসেনি, তার আগ থেকেই যে আয়ারল্যান্ডের মাঠে আলো ছড়িয়ে গিয়েছিলেন জিমি হ্যাস্টি!