ক্রিস কোরনেল: যার গানে হতাশার মাঝেও থাকে আশার আলো
২০১৭ সালে পুরো সঙ্গীতজগত স্তম্ভিত হয়ে যায়, জনপ্রিয় ব্যান্ডদল লিংকিন পার্কের ভোকালিস্ট চেস্টার বেনিংটনের আত্মহত্যার খবরে। সেই দিনটি ছিল ২০ জুলাই, ক্রিস কোরনেলের জন্মদিন। আর এ ঘটনার ঠিক দু’মাস আগেই চেস্টারের মতো কোরনেলও আত্মহত্যা করেছিলেন। মাত্র দু’মাসের ব্যবধানে ভক্তরা হারায় দু’জন অসাধারণ প্রতিভাবান গায়ককে।