সন্ধ্যা রাতের শেফালি: প্রথম বাঙালি ক্যাবারে ড্যান্সারের সফরনামা
‘সন্ধ্যা রাতের শেফালি’ বইটি মূলত প্রথম বাঙালি ক্যাবারে ড্যান্সার ‘আরতি দাস’ বা ‘মিস শেফালি’র জীবনগল্পের আখ্যান। লালমুখো ফিরিঙ্গিরা বিতাড়িত হবার কিয়ৎকাল পরে, পঞ্চাশের দশকে কলকাতার শীর্ষস্থানীয় বাসিন্দাদের নানা বিচিত্র আমোদপ্রমোদের মধ্যে অন্যতম হয়ে দাঁড়ায় এই ক্যাবারে ড্যান্স৷