হাঙর নদী গ্রেনেড: মলাটে বাঁধানো মুক্তিযুদ্ধের আখ্যান
কথাসাহিত্যিক সেলিনা হোসেন এর এই উপন্যাস পড়ে ব্যাপকভাবে মুগ্ধ হয়েছিলেন বিশিষ্ট চলচ্চিত্রকার সত্যজিত রায়। ১৯৭৫ সালের ১৩ আগস্ট সেলিনা হোসেনকে লেখা তাঁর এক চিঠিতে উপন্যাসটির প্রশংসা করেন এবং একটি ভালো চলচ্চিত্র হবে বলেও ব্যক্ত করেন তিনি