নটর ডেম ক্যাথেড্রালের বেড়ে ওঠার গল্প
রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত নটর ড্যাম ক্যাথেড্রাল, বা লোকেমুখে আওয়ার লেডি অফ প্যারিস নামেও পরিচিত, ইতিহাসের অন্যতম কালজয়ী একটি স্থাপনা। সমগ্র ফ্রান্সজুড়ে যেসমস্ত স্থাপনা রয়েছে তার মধ্যে এই ক্যাথেড্রালটি বেশ তাৎপর্যপূর্ণ এবং সুপ্রসিদ্ধ। সীন নদীর তীরে গড়ে উঠা এই ক্যাথেড্রাল বহন করছে কয়েক শতকের ইতিহাস।