ঢাকার প্রথম বিজলি বাতি
১৮৮৬ সালে ব্রিটিশ সরকার নবাব আবদুল গণিকে কে.সি.এস.আই উপাধিতে সম্মানিত করলে নবাব আহসানউল্লাহ পিতার এই প্রাপ্তিকে স্মরণীয় রাখতে ঢাকার রাস্তায় গ্যাস বাতি স্থাপনের প্রতিশ্রুতি দেন। এরপর দেখতে দেখতে কেটে যায় এক যুগেরও বেশি সময়। নবাব আহসানউল্লাহ শেষ পর্যন্ত তাঁর কথা রেখেছিলেন। এবার আর গ্যাসবাতি নয়, নতুন শতকের শুরুতেই নবাব সাড়ে চার লাখ টাকা ব্যয় করে ঢাকাবাসীকে সরাসরি বৈদ্যুতিক সড়ক বাতি উপহার দেন।