অলঙ্ঘনীয় নিয়তির এক গ্রীক উপকথা
দানব পাইথন এর নামানুসারে এর নাম হয়ত পাইথিয়া , আবার অনেকে এর সাথে দ্বিমত পোষণ করে বলেন পাইথস নামে সন্ন্যাসিনীদের নামানুসারে এর নাম পাইথিয়া । নামকরণ যেভাবেই হোক না কেন গ্রীসের মানুষের কাছে এই মন্দিরের আলাদা একটা কদর সবসময়য় ছিল ।