বেয়ারফুট গেন: হিরোশিমার মৃত্যু উপত্যকায় খালি পায়ে বেড়ানো এক শিশুর গল্প
যুদ্ধ মানে ভয়, বেদনা, জিঘাংসা। যুদ্ধ মানে শৈশব হারানোর গল্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা নিয়ে চলচ্চিত্র জগতে এ যাবত পর্যন্ত নির্মিত হয়েছে বহু সিনেমা। ‘গ্রেইভ অফ দ্যা ফায়ারফ্লাইজ’ এর সেইতা আর সেতসুকোর মতো এই এনিমেশন সিনেমার কেন্দ্রীয় চরিত্রও একজন শিশু।
বরং কিছু দিক দিয়ে তার অভিজ্ঞতা কোবের সেই ভাইবোনের চেয়ে আরো বেশি ভয়াবহ, কেননা এই চলচ্চিত্রের গল্প হিরোশিমাকে নিয়ে।