যেখানে মেয়ার্সের সঙ্গী আরও পাঁচজন!
সাগরিকায় বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে ২১০ রানের অপরাজিত ইনিংস খেলে নিজের অভিষেককে শুধু স্বপ্নের মতোই করে তোলেননি, তার সাথে হারের কিনারায় থাকা ওয়েস্ট ইন্ডিজকে এনে দিয়েছেন অসাধারণ এক জয়। এই ইনিংসের মধ্য দিয়ে মেয়ার্স ঢুকে গেলেন অভিজাত এক ক্লাবে, যে ক্লাবে মেয়ার্স ছাড়াও রয়েছেন আরো পাঁচজন।